শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিএনপির সমাবেশ

আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, পদ্মা সেতু, রুপপুর বিদ্যুৎ কেন্দ্র সহ বড় বড় প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে আওয়ামীলীগ সরকার। আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ ১০ দফা দাবিতে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশে শনিবার (১৮ মার্চ) বিকেল ৪টায় রাজশাহী মহানগরের ভূবন মোহন পার্কে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

তিনি আরো বলেন, সুপ্রিম কোর্টে কিভাবে ভোট চুরি করতে হয় তা দেখিয়েছে আওয়ামীলীগ সরকার। আওয়ামীলীগ মুখে গনতন্ত্রের কথা বলে আর এক নায়কতন্ত্র কায়েম করে।

রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী (ঈশা) এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রধান বক্তা বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি মোঃ মিজানুর রহমান মিনু, বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাংগঠনিক সম্পাদক এ্যাড রহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি রাজশাহী বিভাগ সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ত্রান ও পূর্নবাসন বিষক সহ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি তথ্য ও প্রযুক্তির সহ সম্পাদক প্রকৌশলী শাহ্ খালেদ হাসান চৌধুরী, রাজশাহী জেলা বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও আহবায়ক সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও যুগ্ম আহবায়ক সদস্য সৈয়দ সাইফুল ইসলাম মার্শাল এছাড়াও রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদস্য সচিব মামুন অর রশিদ।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.