মঙ্গলবার | ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
আ.লীগ জাতীয় পার্টিকে সার্কাস পার্টিতে পরিণত করেছিল : জি এম কাদের রাত ১টার মধ্যে নয় অঞ্চলে ঝড়ের আভাস জুলাইয়েই ক্রেস্ট, সার্টিফিকেট আর নগদ পুরস্কার পাচ্ছেন সেরা শিক্ষার্থীরা দেশি কোচদের সঙ্গে বৈঠক করলেন বিসিবি সভাপতি শুল্কনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা উৎসাহব্যঞ্জক : বাণিজ্য উপদেষ্টা নিষেধাজ্ঞা পুনর্বহালের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ জনগণের বিরুদ্ধে দাঁড়ায় যারা, তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় : নাহিদ ইসলাম ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে : মির্জা ফখরুল আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণা করতে হাইকোর্টের রুল
লতিফ বিশ্বাসের সমাবেশ নিয়ে ৩ থানা আওয়ামীলীগে স্বতঃস্ফূর্ততা

লতিফ বিশ্বাসের সমাবেশ নিয়ে ৩ থানা আওয়ামীলীগে স্বতঃস্ফূর্ততা

প্রবাহ ডেস্ক: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাবেক মন্ত্রী এবং জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের সমাবেশের প্রস্তুতি নিয়ে আওয়ামীলীগে এখন স্বতঃস্ফূর্ততা।

আগামী ২০ মার্চ সোমবার বেলা ৩টার এ সমাবেশ নিয়ে দীর্ঘ দিন পর চৌহালী, বেলকুচি ও এনায়েতপুর থানার দলীয় নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। ইতিমধ্যেই সমাবেশ সফল করতে আয়োজক স্থানীয় যুবলীগ ছাড়াও আওয়ামীলীগের নবীন-প্রবীন সহ সকল সহযোগী সংগঠনের নেতা ও সমর্থকরা কাজ শুরু করেছে।

এ সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘদিন পর আবার যেন অবহেলিত সুবিধা বঞ্চিত তৃনমুল আওয়ামীলীগে নৌকার পালে হাওয়া লেগেছে। এর আগে গত ৯ মার্চ স্থানীয় এমপি মমিন মন্ডল একই স্থানে সভা করেছিল। ২০ মার্চের সভা এরই পাল্টা সমাবেশ বলে মনে করছে এলাকাবাসী।

দলীয় সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ-৫ নির্বাচনী এলাকা বেলকুচি, চৌহালী, এনায়েতপুরে সুবিধা বঞ্চিত নেতা-কর্মীদের আগের মত উদ্দীপনা নেই। চরম গ্রুপিংয়ে এমপি মমিন মন্ডল ও একই আসনের সাবেক এমপি মন্ত্রী লতিফ বিশ্বাস দুটি গ্রুপে বিভক্ত দীর্ঘদিন ধরে । এক্ষেত্রে আস্থার দিক হতে তৃনমুল আওয়ামীলীগের অনেকটাই লতিফ বিশ্বাসের অনুকুলে। তবে মাঠে অবস্থান পোক্ত করতে নানামুখী তৎপরতা চালাচ্ছে বর্তমান এমপি মমিন মন্ডল।

দুজনেই নৌকার প্রতিক দাবী আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য। এ লক্ষে নিজের অবস্থান জানান দিতে গত ৯ মার্চ এনায়েতপুর থানার বেতিল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সমাবেশ করে এমপি মমিন মন্ডল। তার পরই লতিফ বিশ্বাসের পাল্টা সমাবেশ হিসেবে ২০ মার্চ একই স্থানে বিকেল ৩টায় স্বাধীনতা দিবস উপলক্ষে সমাবেশের ডাক দেয়া হয়। তা সফল করতে ব্যাপক প্রচারনা চালাচ্ছে আয়োজক এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন যুবলীগ।

এ ইউনিয়ন যুবলীগের সভাপতি ওসমান গনি সরকার ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী শেখ জানান, বিগত ৯ বছরে আমাদের দল ক্ষমতায় থাকাকালীন এই সংসদীয় এলাকায় দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। দলেরও তেমন অগ্রগতি নেই। এমপি শুধু নিজের ব্যবসার প্রসার করেছেন। আর গুটি কয়েক নেতা নিয়ে আমাদের শোষণ করেছেন। দলের নেতাকর্মী ও জনগনের কাছে তার অস্তিত্ব সংকটে পড়েছে।

তিনি আরো বলেন, গত ৯মার্চ বেতিলে যে সমাবেশ এমপি করেছেন সেখানে মানুষের স্বতঃস্ফূর্ততা ছিলনা। টাকা দিয়েও লোক আনতে পারেননি। কারন, জনগন তাকে আর দেখতে চায়না। এজন্য আমাদের সদিয়া চাঁদপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আগামী ২০ মার্চ আমাদের উন্নয়ন, অধিকার আদায়ের কান্ডারী জনবান্ধব সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস কে প্রধান অথিতি করে সমাবেশ আহ্বান করেছি। আশা করছি এতে আমাদের দলীয় সহ জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। এই সমাবেশে বলে দেবে জনগণ কী চায়?

এদিকে, ২০ মার্চের এ সমাবেশকে কেন্দ্র করে সভাস্থলে করা হচ্ছে বিশাল প্যান্ডেল ও তোরণ।
ইতিমধ্যেই সমাবেশ সফল করতে ব্যাপক প্রচারণা চলছে এনায়েতপুর থানা জুড়ে। বেলকুচি ও চৌহালী হতেও বিপুল মানুষ অংশ গ্রহন করবে বলে আশা করছে আয়োজকরা। এ সমাবেশ দলীয় নেতাকর্মীদের দীর্ঘদিন পর উজ্জীবিত করতে মূল ভূমিকা রাখবে বলে মনে করছে তারা।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.