বুধবার | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

পবায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

পবায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় তিন দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির মধ্যেছিল র‌্যালি, স্টল পরিদর্শন, আলোচনা সভা এবং ফলজ ও বনজ গাছ বিতরণ।

শুক্রবার থেকে পবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন নাহারের সভাপতিত্বে এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মর্কতা লসমি চাকমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খানঁ, উপজেলা  স্বাস্থ্য কর্মকর্তা রাবেয় বসরী, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.