শুক্রবার | ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সংগঠনের উদ্যোগে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সংগঠনের উদ্যোগে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাজশাহীর উদ্যোগে নগরীর ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ শুক্রবার বিকেল ৩ টার দিকে এ চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা তিনটি গ্রুপে ও কবিতা আবৃত্তি চারটি গ্রুপে অনুষ্ঠিত হয়। দুই প্রতিযোগিতায় ব্যাপক প্রতিযোগির অংশগ্রহন ঘটে। প্রতিযোগিতা শুরুর পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহীর আহ্বায়ক আলাল পারভেজ লুলু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।

বক্তারা শিশু কিশোরদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শে অনুপ্রানিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিজ্ঞান মনস্ক সৃজনশীল জাতি গঠনের নিমিত্তে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আইয়ুব আলী, নৃত্যগুরু হাসিব পান্না, অত্র স্কুলের সহকারী শিক্ষক আম্বিয়া খাতুন, বনানী ফেরদৌস কেয়া, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, রাজশাহীর সদস্য সচিব আবরার হোসেন তুহিন, নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, নগর শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সদস্য শরিফুল ইসলাম সাগর সহ আরকান আলী বাপ্পি, মির্জা মিঠু, ফরহাদ আলী শাহীন, লোকমান আলী, শ্যামলী, তানিয়া, লাকি প্রমুখ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা: ক গ্রুপে প্রথম হয়েছেন ঐশী সরকার, দ্বিতীয় হয়েছেন কাওরিন হোসেন, তৃতীয় হয়েছেন নিশাত তাসনিম লামিয়া। খ গ্রুপে প্রথম হয়েছেন সানজাতুন ইসলাম শাশা, দ্বিতীয় হয়েছেন সৌহার্দ্য সেন সাম্য, তৃতীয় হয়েছেন জান্নাত আকশা। গ গ্রুপে প্রথম হয়েছেন নাজিফা রহমান, দ্বিতীয় হয়েছেন আদর্শ চৌধুরী তাহী, তৃতীয় হয়েছেন জান্নাতুল ফেরদৌস।

কবিতা আবৃত্তি: ক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুর রহমান আদী, রানার্স আপ হয়েছেন ফাতিমা বিনতে শফিক। খ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন কাজী ওয়াহিদা রিয়াজ মেহজাবীন, রানার্স আপ হয়েছেন প্রগতি দে। গ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন যারীন নাযাহ্ অথৈ, রানার্স আপ হয়েছেন আজরা আকিন। ঘ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন সাবরিনা আফরিন আরজু, রানার্স আপ হয়েছেন অর্নব পান্ডে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.