শুক্রবার | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান: বিএনাপ মিলন রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত: বেবিচক চেয়ারম্যান শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেছে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ৬০ হাজার মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৮ টন সরঞ্জাম আগুনে পুড়েছে
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সংগঠনের উদ্যোগে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সংগঠনের উদ্যোগে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাজশাহীর উদ্যোগে নগরীর ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ শুক্রবার বিকেল ৩ টার দিকে এ চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা তিনটি গ্রুপে ও কবিতা আবৃত্তি চারটি গ্রুপে অনুষ্ঠিত হয়। দুই প্রতিযোগিতায় ব্যাপক প্রতিযোগির অংশগ্রহন ঘটে। প্রতিযোগিতা শুরুর পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহীর আহ্বায়ক আলাল পারভেজ লুলু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।

বক্তারা শিশু কিশোরদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শে অনুপ্রানিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিজ্ঞান মনস্ক সৃজনশীল জাতি গঠনের নিমিত্তে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আইয়ুব আলী, নৃত্যগুরু হাসিব পান্না, অত্র স্কুলের সহকারী শিক্ষক আম্বিয়া খাতুন, বনানী ফেরদৌস কেয়া, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, রাজশাহীর সদস্য সচিব আবরার হোসেন তুহিন, নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, নগর শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সদস্য শরিফুল ইসলাম সাগর সহ আরকান আলী বাপ্পি, মির্জা মিঠু, ফরহাদ আলী শাহীন, লোকমান আলী, শ্যামলী, তানিয়া, লাকি প্রমুখ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা: ক গ্রুপে প্রথম হয়েছেন ঐশী সরকার, দ্বিতীয় হয়েছেন কাওরিন হোসেন, তৃতীয় হয়েছেন নিশাত তাসনিম লামিয়া। খ গ্রুপে প্রথম হয়েছেন সানজাতুন ইসলাম শাশা, দ্বিতীয় হয়েছেন সৌহার্দ্য সেন সাম্য, তৃতীয় হয়েছেন জান্নাত আকশা। গ গ্রুপে প্রথম হয়েছেন নাজিফা রহমান, দ্বিতীয় হয়েছেন আদর্শ চৌধুরী তাহী, তৃতীয় হয়েছেন জান্নাতুল ফেরদৌস।

কবিতা আবৃত্তি: ক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুর রহমান আদী, রানার্স আপ হয়েছেন ফাতিমা বিনতে শফিক। খ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন কাজী ওয়াহিদা রিয়াজ মেহজাবীন, রানার্স আপ হয়েছেন প্রগতি দে। গ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন যারীন নাযাহ্ অথৈ, রানার্স আপ হয়েছেন আজরা আকিন। ঘ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন সাবরিনা আফরিন আরজু, রানার্স আপ হয়েছেন অর্নব পান্ডে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.