প্রবাহ ডেস্ক: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভুট্টার খেতে সেচ দিতে গিয়ে সাপের ছোবলে সাথী বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সাথী বেগম উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগার পাড়া গ্রামের আজাদুল ইসলামের স্ত্রী।
স্বজনেরা জানান, গত মঙ্গলবার দুপুরের দিকে সাথী বেগম নিজ ভুট্টার জমিতে সেচ দিতে যায়। এ সময় গর্তে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতে ছোবল দেয়। চিকিৎসার জন্য স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরের দিন তাকে রংপুর রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
সাপের ছোবলে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শফিকুল কবির মিন্টু।