প্রবাহ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে কাজল হোসেন (৪২) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। তিনি একই ইউনিয়নের দৌলতখালী গ্রামের মৃত সুন্নত আলীর ছেলে এবং সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য ।
দৌলতপুরে থানার ওসি মজিবুর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পার্শ্ববতী সর্দারপাড়া মোড়ে তাকে ধারালো হাসুয়া দিয়ে পিঠে ও ঘাড়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ মাবুত আলী ও তার লোকজন।
গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে।