প্রবাহ ডেস্ক: দেশের অন্যতম জনপ্রিয় হার্ডরক ব্যান্ড ওয়ারফেইজ। দীর্ঘদিন পর তারা নতুন গান আত্মপ্রকাশ করতে যাচ্ছে। স্বাধীনতার এ মাসেই প্রকাশিতব্য গানটির শিরোনাম ‘মা’। গানটির গীতিকার দেশবরেণ্য গীতিকার মুক্তিযোদ্ধা নয়ীম গহর। কণ্ঠ ও সুর বাবনা করিম। গানটি প্রযোজনা, সংগীতায়োজন ও পরিবেশনায় ওয়ারফেইজ। গানটি প্রকাশ করবে রেকর্ড লেবেল- লয় রেকর্ডস।
ব্যান্ড ওয়ারফেইজের সদস্যরা বলেন, শ্রদ্ধেয় নয়ীম গহর স্বাধীনতা পদকপ্রাপ্ত একজন গীতিকবি, কালজয়ী তার এমনি বহু গান আজও বাঙালির হৃদয়ে মুগ্ধতা ও প্রেরণায় মন জুড়ে আছে। যেমন- জন্ম আমার ধন্য হলো মাগো, নঙ্গর তোলো তোলো সময় যে হলো ইত্যাদি। মা গানটা রচিত হয়েছিল স্বাধীনতার আগে, এ গানটি তার সর্বশেষ দেশের কবিতা থেকে আমরা গানে রূপান্তর করেছি।
আমরা নিজেদের অনেক ভাগ্যবান মনে করছি, বহুমুখী প্রতিভার অধিকারী শ্রদ্ধেয় নয়ীম গহর এর লেখা গান করতে পেরেছি। সে জন্য আমরা ওয়ারফেইজের পক্ষ থেকে তার পরিবারের সবর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যদিও তিনি আমাদের মাঝে নেই, তিনি এ গানটি শুনলে আমাদের কাছে আরও ভালো লাগত।
ওয়ারফেইজের দলনেতা ও ড্রামার এবং লয় রেকর্ডসের ফাউন্ডার ও ওনার শেখ মনিরুল আলম টিপু যুগান্তরকে বলেন, আমরা গত বছর বলেছিলাম- ২০২৩ থেকে প্রতিনিয়ত গান রিলিজ করতে থাকব। সেই কথা অনুযায়ী আমরা একটা গান রিলিজ করছি। যদিও গত বছর অক্টোবরে আমাদের ‘মায়া’ গানটি গানঅ্যাপের মাধ্যমে রিলিজ করেছিলাম। এর পর এখন আমাদের এই নতুন গানটা রিলিজ হচ্ছে, যেটি আমাদের রিলিজ করার কথা ছিল জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। কিন্তু মার্চ যেহেতু স্বাধীনতার মাস, তাই মার্চ মাসেই রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছি।
টিপু জানান, ‘মা’ গানটি এই গানটি অফিসিয়ালি আগামী ২২ মার্চ, সন্ধ্যা ৭:৩০ মিনিটে ওয়ারফেইজ টিভি।
তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার, আমাদের মতো করে করার, জানি না আপনাদের কাছে কেমন লাগবে।
এই গানটির জন্য ওয়ারফেইজের সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। আশা করছি গানটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা বেশি বেশি গানটি শুনবেন এবং সে সঙ্গে আমাদের উৎসাহিত করবেন, আমরা যেন আরও নতুন নতুন গান আপনাদের সামনে খুব দ্রুত উপহার দিতে পারি।’