বৃহস্পতিবার | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫, পাসের হার ৭৭.৬৩ শতাংশ চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি ঋতুপর্ণাদের ৫০ লাখ টাকা পুরস্কার ক্রীড়া উপদেষ্টার রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রভিশন সংরক্ষণে নতুন নির্দেশনা সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশ ২০ জুলাই ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ রাজশাহীতে থানা থেকে লুন্ঠিত পুলিশের পিস্তল উদ্ধার
বন্ধু কারাগারে, ভয় দেখিয়ে স্ত্রীকে ধর্ষণ

বন্ধু কারাগারে, ভয় দেখিয়ে স্ত্রীকে ধর্ষণ

প্রবাহ ডেস্ক: স্বামী কারাগারে থাকায় আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার স্বামীর বন্ধুর বিরুদ্ধে।

এই অভিযোগে দায়ের করা মামলায় জসিম উদ্দিন (৪৩) নামে ওই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইপিজেড থানায় করা এ মামলার আসামি জসিম পেশায় একজন ডুবুরি।

র‌্যাব জানায়, ভিকটিমের স্বামী গত বছরের ২৬ সেপ্টেম্বর একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান। এর পর ভিকটিমের স্বামীর বন্ধু জসিম উদ্দিন ওই গৃহবধূকে প্রেমের প্রস্তাব দেন। ভিকটিম এ প্রস্তাব প্রত্যাখ্যান করায় জসিম প্রতারণা ও ব্ল্যাকমেইলের আশ্রয় নেয়। অভিযুক্ত জসিম ভিকটিমের ব্যক্তিগত মুহূর্তের বিভিন্ন ছবি তাকে দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয় এবং যদি রাজি না হয় তবে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

চলতি বছরের ১ জানুয়ারি ভিকটিমকে তার ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একটি আবাসিক হোটেলে নিয়ে যায় এবং তার ইচ্ছের বিরুদ্ধে তার জোরপূর্বক ধর্ষণ করে। গত ৭ মার্চ গৃহবধূর স্বামী জেল থেকে বের হলে বিষয়টি তাকে জানানো হয়। র্যাব অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেফতার করে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, চট্টগ্রামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার পর আদালতে চালান দেওয়া হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.