শুক্রবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
বন্ধু কারাগারে, ভয় দেখিয়ে স্ত্রীকে ধর্ষণ

বন্ধু কারাগারে, ভয় দেখিয়ে স্ত্রীকে ধর্ষণ

প্রবাহ ডেস্ক: স্বামী কারাগারে থাকায় আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার স্বামীর বন্ধুর বিরুদ্ধে।

এই অভিযোগে দায়ের করা মামলায় জসিম উদ্দিন (৪৩) নামে ওই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইপিজেড থানায় করা এ মামলার আসামি জসিম পেশায় একজন ডুবুরি।

র‌্যাব জানায়, ভিকটিমের স্বামী গত বছরের ২৬ সেপ্টেম্বর একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান। এর পর ভিকটিমের স্বামীর বন্ধু জসিম উদ্দিন ওই গৃহবধূকে প্রেমের প্রস্তাব দেন। ভিকটিম এ প্রস্তাব প্রত্যাখ্যান করায় জসিম প্রতারণা ও ব্ল্যাকমেইলের আশ্রয় নেয়। অভিযুক্ত জসিম ভিকটিমের ব্যক্তিগত মুহূর্তের বিভিন্ন ছবি তাকে দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয় এবং যদি রাজি না হয় তবে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

চলতি বছরের ১ জানুয়ারি ভিকটিমকে তার ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একটি আবাসিক হোটেলে নিয়ে যায় এবং তার ইচ্ছের বিরুদ্ধে তার জোরপূর্বক ধর্ষণ করে। গত ৭ মার্চ গৃহবধূর স্বামী জেল থেকে বের হলে বিষয়টি তাকে জানানো হয়। র্যাব অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেফতার করে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, চট্টগ্রামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার পর আদালতে চালান দেওয়া হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.