শুক্রবার | ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
বিভাগীয় প্রতিযোগিতায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র জয়ী

বিভাগীয় প্রতিযোগিতায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র জয়ী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিভাগীয় আন্তঃ প্রতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুপুরে রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পবার বায়ার সরকারি শিশু পরিবার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৬টি ইভেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ আট জেলার উপপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে প্রথমবারের মতো বিভাগীয় প্রতিযোগিতায় ৬টি ইভেন্টে পুরস্কার পেয়ে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুরা অনেক বেশি অনুপ্রাণিত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.