নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন নিয়ে বাগমারায় আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টা-পাল্টি কর্মসূচি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উপজেলার মাড়িয়া ইউনিয়নে আগামী ১৭ মার্চ পাশাপাশি দুটি মাঠে পৃথক দুইটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষ মুখোমুখি অবস্থানে।
স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী এনামুল হকের বাড়ি এই ইউনিয়নে। এমপির ছোট ভাই এই ইউনিয়নের চেয়ারম্যান।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কাঠালবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। তারা তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদের অনুসারী হিসাবে পরিচিত।
এরা হলেন, আওয়ামী লীগ নেতা খুলসার আলী, মাহাবুর রহমান ও আব্দুস সোবহান। ওইদিন ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি মেয়র আবুল কালাম আজাদের পক্ষে ওই মাঠে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেককাটাসহ গরু-খাসি মেরে ভুরিভোজের আয়োজনের ঘোষণা দিয়েছেন তারা। তাদের সাথে ওই ইউনিয়ন পরিষদের আট মেম্বারও যোগ দিয়ে সহযোগিতা করছেন বলে জানা গেছে।