শুক্রবার | ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
পোশাক কারখানার সেপটিক ট্যাংক থেকে ৩ জনের লাশ উদ্ধার

পোশাক কারখানার সেপটিক ট্যাংক থেকে ৩ জনের লাশ উদ্ধার

প্রবাহ ডেস্ক: আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিনজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের লাশ উদ্ধার করে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের সেপটিক ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকাল ৩টার দিকে ওই কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে নিখোঁজ হন তারা।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার খাগালিয়া গ্রামের সহিদ মিয়ার ছেলে মো. মিঠু (১৬)। তিনি পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। খুলনা জেলার বটিয়াঘাট থানার বুনারবাদ গ্রামের নুর ইসলাম শিকদারের ছেলে মো. রাকিব (২২) ও রংপুর জেলার গাংগাচড়া থানার ফেরদৌস রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৬)।রাকিব ও মোহাম্মদ আলী আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের পোশাক শ্রমিক।

স্থানীয়রা জানায়, বুধবার বিকাল ৩টার দিকে ওই কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য যান পরিচ্ছন্নতা কর্মী মিঠু। তিনি প্রথম ট্যাংকিতে নামেন। প্রায় দেড় ঘণ্টা পরও তার সাড়াশব্দ না পেয়ে ওই কারখানার শ্রমিক রাকিব ও মোহাম্মা আলী ওই ট্যাংকে তার খোঁজে নামেন।

পরে তাদেরও কোনো সাড়াশব্দ না পেয়ে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেয় কারখানা কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪ এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানায়, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে।তারা মূলত বিষক্রিয়ার কারণে মারা গেছে। ট্যাংকের ভেতর অক্সিজেন শূন্য ছিল।এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষর কেউ কোনো মন্তব্য করেননি।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.