বুধবার | ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
`অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী
পোশাক কারখানার সেপটিক ট্যাংক থেকে ৩ জনের লাশ উদ্ধার

পোশাক কারখানার সেপটিক ট্যাংক থেকে ৩ জনের লাশ উদ্ধার

প্রবাহ ডেস্ক: আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিনজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের লাশ উদ্ধার করে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের সেপটিক ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকাল ৩টার দিকে ওই কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে নিখোঁজ হন তারা।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার খাগালিয়া গ্রামের সহিদ মিয়ার ছেলে মো. মিঠু (১৬)। তিনি পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। খুলনা জেলার বটিয়াঘাট থানার বুনারবাদ গ্রামের নুর ইসলাম শিকদারের ছেলে মো. রাকিব (২২) ও রংপুর জেলার গাংগাচড়া থানার ফেরদৌস রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৬)।রাকিব ও মোহাম্মদ আলী আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের পোশাক শ্রমিক।

স্থানীয়রা জানায়, বুধবার বিকাল ৩টার দিকে ওই কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য যান পরিচ্ছন্নতা কর্মী মিঠু। তিনি প্রথম ট্যাংকিতে নামেন। প্রায় দেড় ঘণ্টা পরও তার সাড়াশব্দ না পেয়ে ওই কারখানার শ্রমিক রাকিব ও মোহাম্মা আলী ওই ট্যাংকে তার খোঁজে নামেন।

পরে তাদেরও কোনো সাড়াশব্দ না পেয়ে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেয় কারখানা কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪ এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানায়, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে।তারা মূলত বিষক্রিয়ার কারণে মারা গেছে। ট্যাংকের ভেতর অক্সিজেন শূন্য ছিল।এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষর কেউ কোনো মন্তব্য করেননি।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.