নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে উদ্ভাবন, ব্যবস্থাপনা ও উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিটুবি (C2B) ট্রেনিং সেলের সহযোগিতায় বুধবার (১৫ মার্চ) দিনব্যাপী রাজশাহী বিসিকের সম্মেলন কক্ষে ৫৫ জন নারী ও পুরুষের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিক টু বাই কোং লিমিটেডের চেয়ারম্যান তানিজা শারমিন।
এসময় ক্লিক টু বাই কোং লিমিটেডের পরিচালক সাইকা খাতুন শিল্পীর সমন্বয়ে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ক্লিক টু বাই কোং লিমিটেডের এমডি ও সিইও গোলাম জাকির হোসেন, সহ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক ওয়াসিফ ইকবাল হোসেন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ইউসেপ এর কর্মকর্তা শামীম হাসান এবং রাজশাহী বিসিক এর প্রচার কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
কর্মশালায় অংশগ্রণকারীদের উদ্ভাবন, ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা এই তিন বিষয়ে বিশদভাবে ধারণা দেওয়া হয়। পরে কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট তুলে দেওয়ার মধ্য দিয়ে কর্মশালাটি সমাপ্তি ঘোষণা করা হয়।