বুধবার | ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
আনুপাতিক পদ্ধতির নির্বাচন সময়ের দাবি : চরমোনাই পীর ঢাকার বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ চিহ্নিত করা হবে: পরিবেশ উপদেষ্টা আশ্রয়প্রার্থীদের নৌকায় চেপে ব্রিটেনে পৌঁছানোর রেকর্ড অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ : লিভ টু আপিল শুনানি ১৬ জুলাই ‘পঞ্চপাণ্ডব’ ছাড়া নতুন যুগে বাংলাদেশ একদিনে আরও ৩৮৬ জনের ডেঙ্গু শনাক্ত, সবচেয়ে বেশি বরিশালে একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি আমরা নতুন দেশ গড়ার আন্দোলনে নেমেছি : নাহিদ ইসলাম ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘আল্লাহর শত্রু’ আখ্যা দিয়ে ইরানে ফতোয়া নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদী চীন : ফখরুল
জুনের মধ্যে তিন ধাপে ৫ সিটির নির্বাচন: ইসি সচিব

জুনের মধ্যে তিন ধাপে ৫ সিটির নির্বাচন: ইসি সচিব

প্রবাহ ডেস্ক: আগামী জুনের মধ্যেই দেশের পাঁচ সিটি  কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যে তিন ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ মার্চ) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে চলতি কমিশনের ১৬তম সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

জুনের মধ্যে তিন ধাপে পাঁচ সিটি  কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপের মধ্যে ১২ দিনের ব্যবধান থাকবে। এই ভোটে ইভিএম আর সিসি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে কমিশনের। অর্থ মন্ত্রণালয় অর্থছাড় করলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তবে কতটি আসনে হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে বলে জানান জাহাঙ্গীর আলম।

বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্ব আগারগাঁও নির্বাচন ভবনে শুরু হয় কমিশন সভা। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার, নভেম্বরের মধ্যে মেয়াদ শেষ হওয়া পাঁচ সিটি নির্বাচনের ভোট আর প্রবাসীদের ভোটার করার বিষয়টি ছিল এই সভার এজেন্ডা।

সভা শেষে সাংবাদিকদের ইসি সচিব বলেন, কমিশনের হাতে থাকা এক লাখের বেশি ইভিএম মেরামতে অর্থ মন্ত্রণালয়ের সবুজ সংকেতের অপেক্ষায় কমিশন। মেয়াদ পূর্ণ হতে যাওয়া গাজীপুর, খুলনা, রাজশাহী, সিলেট ও রবিশাল সিটিতে তিন ধাপে ভোট করার পরিকল্পনা ইসির।

এ ছাড়া পবিত্র ঈদুল ফিতরের পর সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের ভোটার করার পাইলট প্রকল্প শুরু হবে বলেও জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.