বুধবার | ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
`অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী
জুনের মধ্যে তিন ধাপে ৫ সিটির নির্বাচন: ইসি সচিব

জুনের মধ্যে তিন ধাপে ৫ সিটির নির্বাচন: ইসি সচিব

প্রবাহ ডেস্ক: আগামী জুনের মধ্যেই দেশের পাঁচ সিটি  কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যে তিন ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ মার্চ) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে চলতি কমিশনের ১৬তম সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

জুনের মধ্যে তিন ধাপে পাঁচ সিটি  কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপের মধ্যে ১২ দিনের ব্যবধান থাকবে। এই ভোটে ইভিএম আর সিসি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে কমিশনের। অর্থ মন্ত্রণালয় অর্থছাড় করলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তবে কতটি আসনে হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে বলে জানান জাহাঙ্গীর আলম।

বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্ব আগারগাঁও নির্বাচন ভবনে শুরু হয় কমিশন সভা। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার, নভেম্বরের মধ্যে মেয়াদ শেষ হওয়া পাঁচ সিটি নির্বাচনের ভোট আর প্রবাসীদের ভোটার করার বিষয়টি ছিল এই সভার এজেন্ডা।

সভা শেষে সাংবাদিকদের ইসি সচিব বলেন, কমিশনের হাতে থাকা এক লাখের বেশি ইভিএম মেরামতে অর্থ মন্ত্রণালয়ের সবুজ সংকেতের অপেক্ষায় কমিশন। মেয়াদ পূর্ণ হতে যাওয়া গাজীপুর, খুলনা, রাজশাহী, সিলেট ও রবিশাল সিটিতে তিন ধাপে ভোট করার পরিকল্পনা ইসির।

এ ছাড়া পবিত্র ঈদুল ফিতরের পর সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের ভোটার করার পাইলট প্রকল্প শুরু হবে বলেও জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.