বুধবার | ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল: আসাদুজ্জামান নূর

হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল: আসাদুজ্জামান নূর

প্রবাহ ডেস্ক: আজ কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবল। তারপর প্রায় একমাসের লম্বা সূচি। পুরো সময়টা জুড়ে চলবে মাঠের লড়াই। এ সময়টাতে বাইরে থেকে সমর্থন যোগাবে বিশ্বের অগণিত দর্শক-সমর্থক। এ তালিকায় আছেন শোবিজের তারকারাও। বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর সমর্থন জানিয়েছেন পেলের দেশ ব্রাজিলকে।

ব্রাজিলের ভক্ত কীভাবে হলেন আসাদুজ্জামান নূর? এ প্রশ্নের উত্তরে এই শিল্পী বলেন, ‘আমরা যখন ছোট তখন টিভি-রেডিও ছিল না। তাই ছোটবেলায় বিশ্বকাপের খবর পেতাম না। একটু বড় হয়ে পত্রিকা পড়ার অভ্যাস হয়ে যায়। পত্রিকায় বিশ্বকাপের খবর পড়তে পড়তে পেলের ভক্ত হয়ে যাই। পেলের ভক্ত বলেই ব্রাজিলের ভক্ত হয়েছি। আর তখন থেকে এই ব্রাজিলে আটকে আছি আর নড়াচড়া হয়নি।’

এখনো ফুটবল খেলা দেখেন আসাদুজ্জামান নূর। ফুটবলের খবর দেখেন তিনি। এবারের বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন আসাদুজ্জামান নূর। তার ভাষায়, ‘বিশ্বকাপে বেশ ভালো লড়াই হবে। কেউ কাউকে ছাড় দেবে বলে মনে হচ্ছে না। একদিকে ব্রাজিল-আর্জেন্টিনা, অন্যদিকে ইংল্যান্ড-ফ্রান্স-জার্মানি তো আছেই। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল।’

ব্রাজিলের সমর্থক হলেও মেসির খেলা ভালো লাগে আসাদুজ্জামান নূরের। তা ছাড়া গুণী এই শিল্পীর ছেলে-মেয়েরা আর্জেন্টিনার সমর্থক। ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হলে সেদিন দারুণ জমে উঠে। একসঙ্গে খেলা দেখার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘খুবই ঝগড়া-ঝাটি হয়। যদি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ হয়, তবে একসঙ্গে দেখা একদম নিরাপদ নয়।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.