বৃহস্পতিবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল: আসাদুজ্জামান নূর

হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল: আসাদুজ্জামান নূর

প্রবাহ ডেস্ক: আজ কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবল। তারপর প্রায় একমাসের লম্বা সূচি। পুরো সময়টা জুড়ে চলবে মাঠের লড়াই। এ সময়টাতে বাইরে থেকে সমর্থন যোগাবে বিশ্বের অগণিত দর্শক-সমর্থক। এ তালিকায় আছেন শোবিজের তারকারাও। বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর সমর্থন জানিয়েছেন পেলের দেশ ব্রাজিলকে।

ব্রাজিলের ভক্ত কীভাবে হলেন আসাদুজ্জামান নূর? এ প্রশ্নের উত্তরে এই শিল্পী বলেন, ‘আমরা যখন ছোট তখন টিভি-রেডিও ছিল না। তাই ছোটবেলায় বিশ্বকাপের খবর পেতাম না। একটু বড় হয়ে পত্রিকা পড়ার অভ্যাস হয়ে যায়। পত্রিকায় বিশ্বকাপের খবর পড়তে পড়তে পেলের ভক্ত হয়ে যাই। পেলের ভক্ত বলেই ব্রাজিলের ভক্ত হয়েছি। আর তখন থেকে এই ব্রাজিলে আটকে আছি আর নড়াচড়া হয়নি।’

এখনো ফুটবল খেলা দেখেন আসাদুজ্জামান নূর। ফুটবলের খবর দেখেন তিনি। এবারের বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন আসাদুজ্জামান নূর। তার ভাষায়, ‘বিশ্বকাপে বেশ ভালো লড়াই হবে। কেউ কাউকে ছাড় দেবে বলে মনে হচ্ছে না। একদিকে ব্রাজিল-আর্জেন্টিনা, অন্যদিকে ইংল্যান্ড-ফ্রান্স-জার্মানি তো আছেই। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল।’

ব্রাজিলের সমর্থক হলেও মেসির খেলা ভালো লাগে আসাদুজ্জামান নূরের। তা ছাড়া গুণী এই শিল্পীর ছেলে-মেয়েরা আর্জেন্টিনার সমর্থক। ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হলে সেদিন দারুণ জমে উঠে। একসঙ্গে খেলা দেখার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘খুবই ঝগড়া-ঝাটি হয়। যদি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ হয়, তবে একসঙ্গে দেখা একদম নিরাপদ নয়।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.