শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পত্নীতলায় ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন

পত্নীতলায় ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন

প্রবাহ ডেস্ক: ম্যাটস শিক্ষার্থীদের সদ্য প্রনীত অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনের প্রতিবাদে এবং চলমান সংকট নিরসনের দাবিতে নওগাঁর পত্নীতলায় মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) এর শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচী পালন করেছে।

মঙ্গলবার সকাল ১০ টায় মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) এর মূল ফটকের সামনে শিক্ষার্থীরা কেদ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এই কর্মসূচী পালন করেন।

এসময় কোর্স কারিকুলাম সংশোধন, ৪ বছরের একাডেমিক কোর্স রেখে সাথে ১ বছরের ইন্টার্নশীপ পুনঃবহাল, উচ্চ শিক্ষার ব্যবস্থা করা এবং শূন্যপদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টি করা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহবান জানান ওই শিক্ষার্থীরা।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.