প্রবাহ ডেস্ক: সিরাজগঞ্জ-২ আসনে প্রধানমন্ত্রী জনননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার জন্য ‘উন্নয়ন শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপানে এ উন্নয়ন শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজলসহ সকল সংগঠনের নেতৃবৃন্দ।
উন্নয়ন শোভাযাত্রাটি সিরাজগঞ্জ পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে।