বৃহস্পতিবার | ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কচুয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

কচুয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

প্রবাহ ডেস্ক: ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা কৃষি অফিসার সোফায়েল হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, মুক্তিযোদ্ধা জাবের মিয়া, সনতোষ চন্দ্র সেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব উল আলম প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.