রবিবার | ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
ডানে-বামে চারদিকে ব্রাজিল: ওমর সানী

ডানে-বামে চারদিকে ব্রাজিল: ওমর সানী

প্রবাহ ডেস্ক: আজ থেকে আরব দেশ কাতারে শুরু যাচ্ছে বিশ্ব ফুটবলের ধুন্ধুমার মাঠের লড়াই। তার আগে সমানতালে মাঠের বাইরে চলছে কথার যুদ্ধ। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজের তারকারাও জানান দিচ্ছেন প্রিয় দলকে সমর্থনের কথা।

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। ব্যক্তিগতভাবে ফুটবলে তারা দুজন সমর্থন করেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলকে। নিজ দলের সমর্থনে ওমর সানী ফেসবুকে একটি যুগল ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, ব্রাজিলের জার্সি পরে দাঁড়িয়ে আছেন ওমর সানী ও মৌসুমী। মৌসুমীর হাতে একটি ফুটবল।

ওই ছবির ক্যাপশনে সানী লেখেন, ‘ডাইনে যাও ব্রাজিল, বাঁয়ে যাও ব্রাজিল, সামনে যাও ব্রাজিল পেছনে যাও ব্রাজিল, নগদে ব্রাজিল, ঠিক আছে না চৌধুরী সাহেব।’

সানীর পোস্টে ‘চৌধুরী সাহেব’ বলে কাকে সম্বোধন করা হয়েছে? খুব সম্ভবত তিনি তার ভক্ত-অনুসারীদেরকেই সম্বোধন করেছেন। তাইতো মন্তব্যের ঘরে ‘সাহেবানা’ মন্তব্যে ভরে উঠেছে। যারা ব্রাজিল ভক্ত তারা লিখছেন, ‘হ্যাঁ, ঠিক আছে’। আর যারা আর্জেন্টিনা সমর্থক তারা লিখছেন, ‘না, ঠিক নেই, সব দিকে আর্জেন্টিনা’।

এমনই মজার মজার কমেন্টে প্রিয় অভিনেতার পোস্টে সাড়া দিচ্ছেন সানী-মৌসুমী ভক্তরা।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.