মঙ্গলবার | ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
আশ্রয়প্রার্থীদের নৌকায় চেপে ব্রিটেনে পৌঁছানোর রেকর্ড অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ : লিভ টু আপিল শুনানি ১৬ জুলাই ‘পঞ্চপাণ্ডব’ ছাড়া নতুন যুগে বাংলাদেশ একদিনে আরও ৩৮৬ জনের ডেঙ্গু শনাক্ত, সবচেয়ে বেশি বরিশালে একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি আমরা নতুন দেশ গড়ার আন্দোলনে নেমেছি : নাহিদ ইসলাম ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘আল্লাহর শত্রু’ আখ্যা দিয়ে ইরানে ফতোয়া নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদী চীন : ফখরুল শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা পবায় ভারী বর্ষণে রাস্তা নির্মাণের মধ্যেই ধস: দুই গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
মাঝসমুদ্রে চবি শিক্ষার্থীদের মারধরের অভিযোগ, আহত ১০

মাঝসমুদ্রে চবি শিক্ষার্থীদের মারধরের অভিযোগ, আহত ১০

প্রবাহ ডেস্ক: সেন্ট মার্টিন দ্বীপ থেকে ফেরার পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে বে-ক্রুজ জাহাজের কর্মচারীদের বিরুদ্ধে। জাহাজের কর্মচারীদের দুই দফা মারধরে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, বে-ক্রুজ জাহাজটি মাঝ সমুদ্রে পৌঁছানোর পর শিক্ষার্থীদের প্রথম দফায় মারধর করা হয়। পরে সন্ধ্যায় জাহাজটি টেকনাফের দমদমিয়া জেটিতে পৌঁছালে ফের হামলা চালানো হয়। এতে ১০ শিক্ষার্থী আহত হন।

তবে বে-ক্রুজ জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, শিক্ষার্থীদের মারধর না, উল্টো শিক্ষার্থীরা জাহাজের স্টাফদের মারধর করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রিদুয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার সেন্ট মার্টিন দ্বীপ থেকে বে-ক্রুজ জাহাজে ফিরছিলাম চবির ৭৫ শিক্ষার্থী। মাঝপথে বসার আসন থেকে শিক্ষার্থীদের তুলে দেন জাহাজের স্টাফরা। তুলে দেওয়ার কারণ জানতে চাইলে শিক্ষার্থীদের মারধর শুরু করেন স্টাফ ও যাত্রী বেসে ওঠা তাঁদের বন্ধুরা। পরে জাহাজটি দমদমিয়া জেটিঘাটে ভিড়লে আরেক দফা মারধর করা হয়। এতে ১০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের বাসে করে চট্টগ্রামে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে বে-ক্রুজ জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ‘উল্টো জাহাজের স্টাফদের মারধর করা হয়েছে।’ তিনি বলেন, ‘আসনে বসা নিয়ে এ ঘটনা ঘটেছে। তবে কোনো স্টাফ তাঁদের ওপর হামলা করেনি।’


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.