শনিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
নিরবের কোল থেকে পড়ে যাওয়ার বিষয় এবার মুখ খুললেন অপু বিশ্বাস

নিরবের কোল থেকে পড়ে যাওয়ার বিষয় এবার মুখ খুললেন অপু বিশ্বাস

প্রবাহ ডেস্ক: গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস ও নায়ক নিরব। নাচের শেষের দিকে অপুকে কোলে তোলার চেষ্টা করেন নিরব। এ সময় ধপাস করে দুজনই উলটে পড়ে যান। সঙ্গে সঙ্গে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য, হাসাহাসি ও ট্রল করেছেন অনেকেই। এ বিষয় এবার মুখ খুললেন অপু বিশ্বাস। মঙ্গলবার তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

অপু বলেন, ‘দুর্ঘটনাবশত এটা হয়েছে, কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম সেটা ভাইরাল হয়ে গেছে। তবে ভালোলাগার বিষয় হচ্ছে, বরং এ ঘটনার পর মানুষের ভালোবাসায় মুগ্ধ হচ্ছি।’

একটি ঘটনার বর্ণনা করে তিনি বলেন, ‘আমি যেখানে জিম করি সেখানে এক আন্টি, বেশ বয়স্কই, আমাকে নিয়ে গল্প করছিলেন, আমার কি অবস্থা জানতে আমাকে খুঁজছিলেন, উনি একজনকে জিজ্ঞেস করছিলেন, মেয়েটা এসেছে কিনা। আমি পাশেই ছিলাম, বললাম আন্টি আমিই অপু। অথচ এর আগে তার সঙ্গে কখনো আমার আলাপ হয়নি। তিনি খোঁজ খবর নিলেন, অনেক গল্প করলেন।’

অপু আরও বলেন, ‘‘তিনি শাবানা ম্যাডাম-ববিতা ম্যাডামদের সিনেমা দেখতেন। দীর্ঘদিন সিনেমা হলে আর যান না। তিনি আমাকে ওভাবে জানতেন না। কথায় কথায় জানলেন, আমার ‘লাল শাড়ী’ সিনেমা আসতে যাচ্ছে। তিনি বললেন- অবশ্যই আমাকে জানাবে, আমি তোমার সিনেমা দেখতে যাব। এ এক অসাধারণ ভালোলাগা আমার জন্য।’’

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বহু মানুষ ভালোবাসা প্রকাশ করে পোস্ট দিয়েছেন জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার ভক্ত-শুভানুধ্যায়ীরা আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। আমার সহকর্মী বন্ধুরা অনেকেই, নাম বলে শেষ করতে পারব না, তারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, পোস্ট দিয়েছেন, এমন ঘটনা না ঘটলে হয়তো বুঝতেই পারতাম না তারা আমাকে এতো ভালোবাসেন। আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ।’

গত ১১ মার্চ মুন্সিগঞ্জের একটি রিসোর্টে পারফর্ম করতে গিয়ে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা মুখে পড়েন নিরব-অপু। এদিকে তারিখ এখনো নির্ধারিত না হলেও অচিরেই তাদের এই জুটির সিনেমা ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পাবে বলেও জানান অপু।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.