প্রবাহ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে কদমরসুল সীমা অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণের মামলায় পরিচালক পারভেজ উদ্দিন ওরফে সান্টুকে গ্রেফতার করেছে শিল্প পুলিশ। মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর ইন্সপেক্টর মোহাম্মদ শামশুদ্দীন বলেন, পারভেজ উদ্দিন ওরফে সান্টুকে আমরা নগরীর মুরাদপুর থেকে রাত সাড়ে ৭টায় গ্রেফতার করেছি। বিস্ফোরণ ঘটনায় করা মামলায় তিনি দুই নম্বর আসামি।
গত ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ী ইউনিয়নের কদমরসুল সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত ও অর্ধশত জন আহত হয়।
গত ৬ মার্চ সীতাকুণ্ড থানায় বিস্ফোরণের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
নিহত এক শ্রমিকের স্ত্রী বাদী হয়ে সীমা অক্সিজেন প্লান্টের তিন ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন, পারভেজ উদ্দিন সান্টু ও আশরাফ উদ্দিন বাপ্পিসহ ১৬ জনকে আসামি করেছেন।
মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন- প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল আলীম (৪৫), প্লান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার (৬২), প্লান্ট অপারেটর খুরশিদ আলম (৫০), প্লান্ট অপারেটর সেলিম জাহান (৫৮), এক্সিকিউটিভ ডিরেক্টর মো. কামাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, কর্মকর্তা সামিউল, শান্তনু রায়, ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীব।
এছাড়া সোমবার বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত এক ভবন মালিকও অক্সিজেন কারখানার তিন মালিককে আসামি করে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল আদালতে মামলা করেন।