শুক্রবার | ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রবাহ ডেস্ক: হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ

মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়। টস জিতে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক জস বাটলার।

গত ম্যাচের মতো এবারও পরিবর্তন আছে বাংলাদেশ একাদশে। অভিষেক হয়েছে তানভীর ইসলামের। গত বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন বাঁহাতি এই স্পিনার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করানোর পথে নিজের ঝুলিতে পুড়েছেন ১৭ উইকেট। দ্বিতীয় ম্যাচে বাইরে থাকলেও শেষ ম্যাচে আবার একাদশে ফিরেছেন শামীম পাটোয়ারী।

অন্যদিকে আগের ম্যাচের একাদশ নিয়েই নেমেছে ইংল্যান্ড।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.