বুধবার | ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি শ্রমিকদের বিক্ষোভ নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে: প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান: বিএনাপ মিলন রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত: বেবিচক চেয়ারম্যান শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেছে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ৬০ হাজার
সৈয়দপুরে রেলের ব্যারিকেডে ট্রাকের ধাক্কা, আঘাত পেয়ে ফল ব্যবসায়ী নিহত

সৈয়দপুরে রেলের ব্যারিকেডে ট্রাকের ধাক্কা, আঘাত পেয়ে ফল ব্যবসায়ী নিহত

প্রবাহ ডেস্ক: নীলফামারীর সৈয়দপুর শহরে রেললাইনের পাশে নিরাপত্তার জন্য পুঁতে রাখা ব্যারিকেডে (লোহার খুঁটি) ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ওই খুঁটির আঘাতে আব্দুল হাকিম (৫০) নামে বরই ব্যবসায়ী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে শহরের পাঁচমাথা মোড়ের রেলপথ সংলগ্ন ফলের আড়তের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ ফল ব্যবসায়ী। সৈয়দপুর থানার উপপরিদর্শক আবু তারেক দীপু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফল ব্যবসায়ী আব্দুল হাকিম রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের মালিকাদহ গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো গাড়ি যেন রেললাইনের ওপরে ওঠে না যায় সে জন্য আড়তের পাশে ব্যারিকেড হিসেবে পরিত্যক্ত রেললাইন বা লোহার খুঁটি বসানো ছিল । পাশে দাঁড়িয়ে বরই বিক্রি করছিলেন হাকিম। এ সময় আঙ্গুরবোঝাই একটি ট্রাক মালামাল খালাসের জন্য আড়তে ঢুকতে গিয়ে ওই খুঁটির সঙ্গে জোরে ধাক্কা লাগে। এতে আব্দুল হাকিমের মাথায় এসে আঘাত করে খুঁটিটি এবং মাথা ফেটে ঘটনাস্থলে মারা যান তিনি।

এ ঘটনায় গুরুতর আহত হন আরও তিনজন ব্যবসায়ী। এরা হলেন মিঠাপুকুরের মালিকাদহ গ্রামের আবু তালেবের ছেলে আল আমিন (২৩), সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার আলিম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৯) ও  হাতিখানা মহল্লার ইউসুফ আলীর ছেলে ইকবাল হোসেন (৩৬)।  স্থানীয় ব্যবসায়ীরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

সৈয়দপুর থানার উপপরিদর্শক আবু তারেক দীপু আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.