রবিবার | ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি! রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল রাজশাহীতে মামার বিরুদ্ধে হ’ত্যার ষড়যন্ত্রের অভিযোগ ভাগনের বিএনপি জনগণের শক্তি, ভোট ও গণতন্ত্রকে বিশ্বাস করে: আব্দুল মঈন শুধু মত প্রকাশের জন্য কোনো সাংবাদিক হয়রানির শিকার হচ্ছে না: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫, পাসের হার ৭৭.৬৩ শতাংশ চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি
দেবের পর এবার গুরুতর অসুস্থ রুক্মিণী

দেবের পর এবার গুরুতর অসুস্থ রুক্মিণী

প্রবাহ ডেস্ক: দৃশ্যধারণ চলছে ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’ ছবির। চিত্রনাট্য অনুযায়ী, মাথা ঘুরে পড়ে যাবেন ‘বিনোদিনী’ রুক্মিণী মৈত্র। সেভাবে একাধিকবার শটও দিয়েছেন। কিন্তু ঝামেলায় পড়লেন বাড়িতে ফিরেই। জ্বরে বেহুঁশ রুক্মিণী। হঠাৎ এমন খবরে চিন্তিত পরিচালক রামকমল মুখার্জি।

তিনি জানিয়েছেন, রুক্মিণীর জ্বরের মাত্রা ১০৪ ডিগ্রি। মাথা তুলে বসতেই পারছেন না! একে চরিত্রের খাতিরে প্রচুর পরিশ্রম করছেন। তার ধকল তো আছেই।

তার ওপর হঠাৎ প্রচণ্ড জ্বরে কাবু নায়িকা। তার থেকেও বড় ব্যাপার, একা রুক্মিণী নন, টিমের কমবেশি প্রায় সবাই এই জ্বরে আক্রান্ত!

রামকমল বলেন, ‘গত রাত থেকেই রুক্মিণীর মতোই জ্বর এসেছে ওম সাহানির। একই ভাবে অসুস্থ নির্মাণ টিম, শিল্প নির্দেশক বিভাগ, সাজসজ্জা এবং পোশাক বিভাগের কর্মীরাও। প্রত্যেকের প্রচণ্ড জ্বর। ফলে শুট বন্ধ। আপাতত এক সপ্তাহ শুট হবে না।’

এভাবে একসঙ্গে সবাই অসুস্থ। তাহলে কি সেটে অ্যাডিনো ভাইরাসের প্রকোপ? রামকমল জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে।

তিনি জানিয়েছেন, শহরে ভাইরাল জ্বরের প্রকোপ। তাতেই সবাই আক্রান্ত। দলের সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। আবার শুটে ফিরুন। এটাই মন থেকে চাইছেন পরিচালক।

কিছুদিন আগেই শুটিং সেটে গুরুতর আহত হয়েছিলেন দেব। ‘বাঘা যতীন’ ছবির শুট চলছিল ওড়িশায়। সেখানেই অ্যাকশন দৃশ্য অভিনয়ের সময় চোখে বোমার টুকরো ঢুকে যায়। সেই নিয়েই শুট করে যান তিনি। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসকের শুশ্রূষায় সুস্থ হন অভিনেতা।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.