বৃহস্পতিবার | ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বিএনপি-সরকারের যৌথ সংবাদ সম্মেলনে সব দলই বিব্রত: জামায়াত ইরান-ইসরায়েল যুদ্ধে সরাসরি যুক্ত না হতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা সংলাপে জামায়াতকে ‘বেশি কথা বলতে দেওয়ায়’ সিপিবি-গণফোরামের ওয়াকআউট রাজশাহীর পদ্মা নদীর বাঁধ ঘিরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করলো প্রশাসন আপনি বিদেশে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নিতে পারেন না ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে যা বললেন শি জিনপিং সীতাকুণ্ডে সর্বোচ্চ ১১৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ড প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর অত্যন্ত সফল : ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রাতের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের আভাস জোড়া সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে দিন পার করল বাংলাদেশ
নিজেকে দুশ্চরিত্রা ভাবি না : নোরা

নিজেকে দুশ্চরিত্রা ভাবি না : নোরা

প্রবাহ ডেস্ক: বলিউড তারকা অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে নেচে দর্শকমনে জায়গা করে নিয়েছেন তিনি। এ কারণেই ভারত থেকে তার পরিচিতি ছাড়িয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব নোরা। বিশেষ করে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে প্রায়ই ভক্তদের জন্য তার ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যাও প্রায় সাড়ে ৪ কোটি।

সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন নোরা ফাতেহি। তাতে দেখা যায়, নোরা ফাতেহির পরনে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড ডলস অ্যান্ড গাব্বানার ব্রা টপ।

এসব ছবিতে আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। তারচেয়েও বেশি আলোচনায় রয়েছে এসব ছবির ক্যাপশন। তাতে নোরা ফাতেহি লিখেছেন, ‘আমি যদি দুশ্চরিত্রা হতাম, তবে নিজেকে ঘৃণা করতাম।’

ছবিতে এমন ক্যাপশন কেন দিলেন নোরা? যদিও এ বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। তবে নেটিজেনরা নোরার রূপের ভূয়সী প্রশংসা করছেন।

নাচের ঝড়ে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে কাঁপন ধরাতে দারুণ পটু বলিউডের হার্টথ্রব অভিনেত্রী নোরা ফাতেহি। এ ভিডিওতে তার ব্যত্যয় ঘটেনি। প্রিয় অভিনেত্রীর নাচ দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।

শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.