শনিবার | ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫, পাসের হার ৭৭.৬৩ শতাংশ চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি ঋতুপর্ণাদের ৫০ লাখ টাকা পুরস্কার ক্রীড়া উপদেষ্টার রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রভিশন সংরক্ষণে নতুন নির্দেশনা সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশ ২০ জুলাই ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ রাজশাহীতে থানা থেকে লুন্ঠিত পুলিশের পিস্তল উদ্ধার
রাজশাহী মহানগরের সাবেক সভাপতি মৃত্যুতে এসিডির শোক প্রকাশ

রাজশাহী মহানগরের সাবেক সভাপতি মৃত্যুতে এসিডির শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাবেক সভাপতি সঞ্জীব রায় মিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার। শোক বিবৃতিতে সালীমা সারোয়ার সঞ্জীব রায় মিন্টুর অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন এবং বিদেহ আত্মার শান্তি কামনা করে তাঁর স্ত্রী কল্পনা রায়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, প্রবীণ রাজনীতিবিদ, ছাপাখানা তমোঘ যন্ত্রণালয়ের পরিচালক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি সঞ্জীব রায় মিন্টু মৃত্যুর পূর্ব পর্যন্ত সাধারণ মানুষের কথা ভেবে গেছেন। এসিডি পরিবার সঞ্জীব রায় মিন্টুর অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে।

এসিডির বিভিন্ন কর্মসূচিতেও সঞ্জীব রায় মিন্টুর সরব উপস্থিতি এক প্রাণবন্ত পরিবেশ দিয়েছিল, যার শূণ্যতা কখনো পূরণ হবেনা বলে এসিডি নির্বাহী পরিচালক বিবৃতিতে জানান।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.