শনিবার | ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি! রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল রাজশাহীতে মামার বিরুদ্ধে হ’ত্যার ষড়যন্ত্রের অভিযোগ ভাগনের বিএনপি জনগণের শক্তি, ভোট ও গণতন্ত্রকে বিশ্বাস করে: আব্দুল মঈন শুধু মত প্রকাশের জন্য কোনো সাংবাদিক হয়রানির শিকার হচ্ছে না: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫, পাসের হার ৭৭.৬৩ শতাংশ চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি ঋতুপর্ণাদের ৫০ লাখ টাকা পুরস্কার ক্রীড়া উপদেষ্টার
বাগমারায় উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা

বাগমারায় উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন আইনৃংখলা কমিটির প্রধান উপদেষ্টা ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

এবারে আইন শৃংখলা বিষয়ক সভায় প্রধান বিষয় ছিল উপজেলার বিভিন্ন হাট বাজারে ব্যবসায়ীদের বিভিন্ন মালামালের ওজন বেশী নেয়ার প্রবণতার প্রতিকারের জোর দাবি। এতে সংসদ সদস্য আইন শৃংখলা কমিটির সদস্যদের প্রতি দৃষ্টি ও প্রতিকারের নির্দেশনা প্রদান করেন।

সভায় সর্বসম্মতিক্রমে কৃষকদের কৃষি বাজারজাত দ্রব্য ধান, চাল, সরিষা, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন দ্রব্য ৪০ কেজিতে মন হিসেবে ক্রেতাদের ক্রয় করতে হবে। এতে বস্তার ওজন ধরে ৪১ কেজিতে মন হিসেবে দাম দিতে বাধ্য হবে। কোন ভাবে ৪১ কেজির উপর অতিরিক্ত মাল নেয়া যাবে না।

একই ভাবে আইন শৃংখলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান জানান, গত কয়েক দিন ধরে স্থানীয় কিছু বিক্রেতা স্থানীয় ব্যবসায়ীদের (ক্রেতা) প্রতি অভিযোগ করে ৪০ কেজির উপর ৪২ কেজি দাবি করে মালপত্র ক্রয় করে দাম করছেন ক্রেতারা।

কৃষকদের কষ্টে অর্জিত দ্রব্য ধান, আলু সরিষাসহ বিভিন্ন্ন দ্রব্য ন্যায্য হিসেবে ৪০ কেজিতে মন সেখানে বস্তার ওজনসহ ৪১ কেজি নিতে পারে তার অতিরিক্ত কেন? একই ভাবে বিষয়টি স্থানীয় সংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক এর নিকট এমন অভিযোগ আসায় বিষয়টি সকলের নজরে পড়ে। ফলে সংশ্লিষ্ট বিষয় প্রতিটি হাট-বাজারে নোটিশের মাধ্যমে ব্যবসায়ীদের অবহিতকরণের ব্যবস্থা দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

এছাড়ায় সভায় বাল্য বিবাহ প্রতিরোধ, ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন, মাদক ও শিশু নির্যাতন, রোধকল্পেসহ স্থানীয় সমস্যা নিয়ে আলোচনাসহ বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা থানার (ওসি) তদন্ত তৌহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, গোয়ালকান্দি চেয়ারম্যান আলমগীর, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি সেনেটারী ইন্সপেক্টর আশরাফুল ইসলাম পিন্টু, ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: জিল্লুর রহমান, বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি সহ আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দ।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.