শনিবার | ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু

শিবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু

প্রবাহ ডেস্ক: ‘‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’’ এই প্রতিপাদ্যে- শিবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে মূখ্য আলোচক ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, মমতাজ মহল ও ভেটেরিনারী সার্জন ডা. আবু ফেরদৌস প্রমূখ। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানরা উপস্থিত ছিলেন।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.