রবিবার | ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি! রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল রাজশাহীতে মামার বিরুদ্ধে হ’ত্যার ষড়যন্ত্রের অভিযোগ ভাগনের বিএনপি জনগণের শক্তি, ভোট ও গণতন্ত্রকে বিশ্বাস করে: আব্দুল মঈন শুধু মত প্রকাশের জন্য কোনো সাংবাদিক হয়রানির শিকার হচ্ছে না: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫, পাসের হার ৭৭.৬৩ শতাংশ চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি
বাগমারায় পাতা কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

বাগমারায় পাতা কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় আম গাছের পাতা কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে শফির উদ্দীন (৫৫), রেজাউল করিম (৩০), আব্দুর রহিম (৫০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশরাফুল ইসলাম (৩০) কে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড় বিহানালী ইউনিয়নের হরিনমারা গ্রামে। সংঘর্ষের পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ মার্চ) বিকেলে হরিনমারা গ্রামের আশরাফুল ইসলামের মাতা জাহিদা বেগম প্রতিবেশী শফির উদ্দীনের আম গাছ থেকে ছাগলের জন্য পাতা কাটতে শুরু করেন। এ সময় শফির উদ্দীনের পরিবারের সদস্যরা আম গাছের পাতা কাটতে দেখতে পান এবং পাকা না কাটার জন্য বাঁধা দেন। জাহিদা বেগম তাদের বাঁধা উপেক্ষা করে জোরপূর্বক পাতা কাটা শুরু করেন। পাতা কাটার বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তর্ক বিতর্ক থেকে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে নারীসসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়।

স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত শফির উদ্দীন জানান, আশরাফুল ও আফজাল হোসেন তাদের বাড়ির লোকজন দিয়ে প্রতি দিন ছাগলের জন্য তাদের আম গাছসহ বিভিন্ন গাছের পাতা কেটে নিয়ে যায়। পাতা কাটার কথা বললেই তারা গায়ের জোর দেখিয়ে আমাদের পরিবারের লোকজনকে মারতে আসে। শুক্রবারেও তারা এমন ধরনের ঘটনা ঘটাতে লাগলে সংঘর্ষে বেঁধে যায়। তারা সংঘবদ্ধ হয়ে লাটিসোটা নিয়ে আমাদের উপর হামলা চালিয়ে মারাক্ত জখম করেছেন। সুস্থ্য হয়ে তিনি আইনের আশ্রয় নিবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ইন্সপেক্টর(তদন্ত ) তৌহিদুর রহমান বলেন, তিনি বিশেষ কাজে রাজশাহীতে অবস্থান করছেন। থানায় ফিরে তিনি বিস্তারিত জেনে জানাবেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.