শনিবার | ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাণীনগরের পারইল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

রাণীনগরের পারইল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রবাহ ডেস্ক: নওগাঁর রাণীনগরের পারইল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুরে পারইল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নূরে আলম সিদ্দিকী দুলালকে সভাপতি এবং সাজেদুর রহমান সাজুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।

পারইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ দুলু,বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক হাসানূর আল-মামুন, সম্মেলনে উদ্বোধক হিসেবে এমপি আনোয়ার হোসেন হেলাল উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নূরে আলম সিদ্দিকী দুলালকে সভাপতি ও সাজেদুর রহমান সাজুকে সাধারণ সম্পাদক করে পারইল ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.