শনিবার | ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বন্দরে যুবকের রহস্যজনক মৃত্যু

বন্দরে যুবকের রহস্যজনক মৃত্যু

প্রবাহ ডেস্ক: বন্দরে রোমান (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ধামগড় ইস্পাহানি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

রোমান সোনাচোরা এলাকার রুহুল আমিনের ছেলে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানান।

এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরের দিকে ধামগড় ইস্পাহানি এলাকায় মাটির ঢিবির নিচে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর বিষয়টি পুলিশকে জানান তারা। বিকালে পুলিশ লাশটি উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, লাশটি সোনাচোরা এলাকার রুহুল আমিনের ছেলে রোমানের বলে শনাক্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাটির ঢিবির ওপর ঝুলে থাকা বিদ্যুতের লাইনের সংস্পর্শে তড়িতাহত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি দুর্ঘটনা না হত্যাকাণ্ড তা তদন্তের পর জানা যাবে।

রোমানের বিরুদ্ধে বন্দর থানায় মামলা রয়েছে বলে ওসি জানান।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.