রবিবার | ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য, বদরুদ্দীন উমর, মাহমুদুর ও নাহিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার
মান্দায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মান্দায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রবাহ ডেস্ক: নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তির বৈঠকে হাতাহাতির ঘটনার একটি মামলায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন উপজেলার কালিকাপুর গ্রামের খয়বর হোসেন বাবু (৪৫) ও একই গ্রামের আব্দুল খালেক (৫২)।

মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমুলক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিকেলে কালিকাপুর গ্রামে জামে মসজিদের সামনের রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় বাসিন্দারা। এতে ইউপি সদস্য আবুল হাশেম, স্থানীয় মমতাজ হোসেন, মছির উদ্দিন, আব্দুল গফুর, আঁখি বেগম প্রমুখ বক্তব্য দেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কালিকাপুর গ্রামের আমির হোসেন আমুর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশি আয়েজ উদ্দিনের বিরোধ চলছিল। বিরোধটি নিষ্পত্তির জন্য গত ২৮ ফেব্রুয়ারি আমির হোসেনের খলিয়ানে সালিসের আয়োজন করা হয়।

সালিসে কালিকাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল ওহায়েদ ও আবুল হাশেমসহ এলাকার মাতবরেরা উপস্থিত ছিলেন। সালিস চলাকালে বিকেলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমির হোসেন ও আয়েজ উদ্দিন আহত হন। তাঁদের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আয়েজ উদ্দিনের ছেলে বাবু সরদার বাদি হয়ে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন। অন্যদিকে নওগাঁ আদালতে আরেকটি মামলা করেন প্রতিপক্ষের আমির হোসেন। আদালতের এ মামলায় খয়বর হোসেন বাবু ও আব্দুল খালেককে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু আয়েজ উদ্দিনের মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এ প্রসঙ্গে কালিকাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হাশেম বলেন, সালিসের শেষ পর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুজন হাসপাতালে ভর্তি হন। বিষয়টি যাতে মামলা পর্যন্ত না গড়ায় সেই চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছি।

ইউপি সদস্য আবুল হাশেম আরও বলেন, পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা ওইদিন ঘটনাস্থলেই ছিলেন না। মামলায় তাদের নাম জড়ানো সঠিক হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বলেন, আদালতের মামলায় খয়বর ও খালেককে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.