শুক্রবার | ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিবগঞ্জে ছিনতাই মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শিবগঞ্জে ছিনতাই মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রবাহ ডেস্ক: শিবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় রাজন আলী (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় একটি বিদেশী চাকু ও একটি আইফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ও শেখটোলা মহল্লার আবু সায়েদ মড়লের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম জানান, অসংখ্য ছিনতাইয়ের অভিযোগ রয়েছে রাজন আলীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতেও একটি ছিনতাইয়ের ঘটনায় পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুল ইসলাম আশিক বাদি হয়ে রাজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে রাজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় একটি বিদেশী চাকু ও একটি আইফোন। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও জানান, রাজনের নেতৃত্বে একটি ছিনতাই চক্র রয়েছে।

যারা মোবাইল, মোটরসাইকেল, নগদ টাকা ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। মামলায় আরও চারজনকে আসামি করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

শিবগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের সভাপতি আলীরাজ জানান, কোন ব্যক্তির অপরাধের দায় সংগঠন নেবে না। ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, প্রায়ই রাজনের বিরুদ্ধে ছিনতাইসহ নানান অভিযোগ মৌখিকভাবে আসছিল। সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় গ্রেপ্তার করা যায়নি। লিখিত অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.