শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মেসি-রোনালদো এক ফ্রেমে

মেসি-রোনালদো এক ফ্রেমে

প্রবাহ ডেস্ক: দাবা খেলায় মগ্ন দুজন। তবে খেলাটা ঠিক কোনও দাবার কোর্টে নয়, বরং একটি ফ্যাশন হাউজের চমৎকার একটি ব্রিফকেসের ওপর খেলতে দেখা যায় তাদের।

সোশাল মিডিয়ায় ছবি পোস্টের পর মিনিটখানেকের মধ্যেই কয়েক মিলিয়ন লাইক বা রিয়েকশন। হবেই না বা কেন নাম দুটো যে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো! তারা দুজনই নিজেদের ভ্যারিফাইড ফেসবুক পেজে একই ছবি পোস্ট করেছেন।

দিন কয়েক আগে বোমা ফাটানো সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনালদো প্রশংসা করেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। কাতার বিশ্বকাপ মাঠে গড়ানোর মাত্র কয়েক ঘণ্টা আগে দেখা গোলো দুই কিংবদন্তীকে, তাও ব্যস্ত দাবার চালে! বিশ্বখ্যাত ফরাসি ফ্যাশনহাউজ লুইস ভুইটনের সৌজন্যে মিলেছে এমন বিরল দৃশ্যের দেখা।

কেউ কেউ তো আগ বাড়িয়ে বলছেন, নিঃসন্দেহে এখন পর্যন্ত এটাই ‘পিকচার অব দ্যা সেঞ্চুরি।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.