রবিবার | ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৮ টন সরঞ্জাম আগুনে পুড়েছে ভয়াবহ আগুন শাহজালাল কার্গো ভিলেজে, নিয়ন্ত্রণে ফায়ারের ৩৬ ইউনিট রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছর পর আগামীকাল রাকসু নির্বাচন মর্যাদাপূর্ণ এসকেএএল ইন্টারন্যাশনাল মাদ্রিদে সদস্যপদ পেলেন ডাল্টন জহির ‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার তথ্য সর্বৈব মিথ্যা: আইনমন্ত্রী

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার তথ্য সর্বৈব মিথ্যা: আইনমন্ত্রী

প্রবাহ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে তার পরিবারের করা আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। তবে আইনমন্ত্রী আনিসুল হক এখনো এ বিষয়ে মতামত দেননি। কারণ ফাইলটি এখনো তার কাছে উপস্থাপন করা হয়নি।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকের এমন তথ্য জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমার কাছে আবেদনটি এলে আমি নিষ্পত্তি করব। আপনারা কিছুদিনের মধ্যে সে বিষয়ে জানতে পারবেন। আমাদের মতামত দেওয়ার পর সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। আমি যেটা মনে করি যে শর্ত আছে, সেই শর্তই থাকবে, এটাই আমার বিশ্বাস।’ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার তথ্যটি সর্বৈব মিথ্যা ও অসত্য বলে জানান তিনি।

সাংবাদিকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসিনুল হক বলেন, ‘জামিন দেওয়ার এখতিয়ার আদালতের, সরকারের নয়। প্রথমবার যখন তার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়, তখন দুটি শর্ত দেওয়া হয়। দুটি শর্তের মধ্যে রয়েছে তিনি ঢাকায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না। শেষবার যখন মেয়াদ বাড়ানো হয়, তখনো এই শর্তগুলো ছিল।

খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি এই বিষয়ে একটা পরিষ্কার কথা বলতে চাই। আমি আগে যেটা বলেছিলাম, সেটা আইনের বইতে কী আছে আপনারা দেখে নিন। আমি এটার ব্যাপারে আর কথা বলব না। আমার কাছে এটি ডেড ইস্যু।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.