বৃহস্পতিবার | ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বিএনপি-সরকারের যৌথ সংবাদ সম্মেলনে সব দলই বিব্রত: জামায়াত ইরান-ইসরায়েল যুদ্ধে সরাসরি যুক্ত না হতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা সংলাপে জামায়াতকে ‘বেশি কথা বলতে দেওয়ায়’ সিপিবি-গণফোরামের ওয়াকআউট রাজশাহীর পদ্মা নদীর বাঁধ ঘিরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করলো প্রশাসন আপনি বিদেশে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নিতে পারেন না ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে যা বললেন শি জিনপিং সীতাকুণ্ডে সর্বোচ্চ ১১৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ড প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর অত্যন্ত সফল : ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রাতের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের আভাস জোড়া সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে দিন পার করল বাংলাদেশ
দেশের মানুষের কল্যাণে শেখ হাসিনা জীবন দিতেও প্রস্তুত- সেলিম মাহমুদ

দেশের মানুষের কল্যাণে শেখ হাসিনা জীবন দিতেও প্রস্তুত- সেলিম মাহমুদ

প্রবাহ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা একজন দক্ষ, সাহসী, মেধাবী ও মানবতাবাদী দেশ প্রেমিক। তাঁকে ১৮বার বিভিন্ন ভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি দেশের মানুষের কল্যাণে জীবন দিতে প্রস্তুত। তাই দেশের মানুষের স্বার্থেই আরও বহু বছর রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে।

তিনি শুক্রবার সকালে চাঁদপুরের কচুয়ার পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে দেশের উন্নয়ন মানুষের ভাগ্য পরির্তন ও শেখ হাসিনার অবদান উন্নয়ন শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,সাবেক সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডা. মাসুদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সফিকুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউপি সদস্য গিয়াস উদ্দিন মোল্লা প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই দিনে ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মালচোয়া গ্রামে দেশের উন্নয়ন, মানুষের ভাগ্য পরির্তন ও শেখ হাসিনার অবদান উন্নয়ন শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.