রবিবার | ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য, বদরুদ্দীন উমর, মাহমুদুর ও নাহিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার
সিরাজগঞ্জ ইকোনমিক জোন চীনের বিনিয়োগ উপযোগী

সিরাজগঞ্জ ইকোনমিক জোন চীনের বিনিয়োগ উপযোগী

প্রবাহ ডেস্ক: বাংলাদেশে যে কর্মপরিবেশ তাতে চীনসহ সমগ্র বিশ্বের বিনিয়োগকারীদের এখন অন্যতম আকর্ষণীয় স্থান। সিরাজগঞ্জ ইকোনমিক জোন বিনিয়োগের যে ক্ষেত্র, এখানে আসলে সবাইকে মুগ্ধ করবে। অনন্য প্রাকৃতিক পরিবেশ, শিল্প বিকাশে পণ্য উৎপাদনে যাবতীয় সবকিছু বিদ্যমান রয়েছে।

এছাড়া স্থল, জল ও রেলপথে উৎপাদিত পণ্য সরবরাহে ব্যবস্থা থাকায় আমরা এখানে এগ্রোভেজ, ইলেকট্রনিক প্রোডাক্ট, টেক্সটাইল, গার্মেন্ট ইকুইপমেন্ট, চামড়াজাত পণ্য উৎপাদন, সৌর বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রাংশ উৎপাদনসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের কারখানা স্থাপন করা যেতে পারে।

চীনের সাংহাই ডংজু গ্রুপ, আনহুই এগ্রিকালচার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভলপমেন্ট কোম্পানি লিমিটেড, সেনজেন ফুমানজিয়া ইনভেসমেন্ট ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের প্রতিনিধি মি.শেন জিংহেন বুধবার বিকেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে অবস্থিত সিরাজগঞ্জ ইকোনমিক জোন এলাকা পরিদর্শন শেষে আলাপকালে একথা বলেন।

তিনি বলেন, এখানে এসে আন্তরিকতার সাথে আপনারা যে ওয়েলকাম করছেন তাতে আমরা সন্তুষ্ট। ইকোনমিক জোনের জায়গাটা আমাদের খুবই পছন্দ হয়েছে। যা শিল্পবান্ধব অর্থনীতির অগ্রগতির জন্য উপযোগী।

এসব অর্থনৈতিক জোনে বিদেশিদের জন্য শিল্পবান্ধব নীতিমালা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমরা এখান থেকে বিভিন্ন ছবি এবং ভিডিও সংগ্রহ করে নিয়ে যাবো আরও বিনিয়োগকারীকে আকৃষ্ট করার জন্য। আশা করছি চীনের বিনিয়োগকারীরা এখানে ভারী শিল্প কারখানা স্থাপনে আগ্রহী হবেন। এজন্য সরকারের সহযোগিতা কামনা করছি।

এসময় তার সাথে মিস স্কুই মাই, সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক জাবির সিনেটর শেখ মনোয়ার হোসেন, বিনিয়োগকারী সহযোগী ড. জান্নাত আরা তালুকদার হেনরীসহ ইকোনমিক জোনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের সয়দাবাদে ১০৪১ একর জায়গায় নির্মিত হচ্ছে সিরাজগঞ্জ ইকোনমিক জোন। এর মোটামুটি কাজ এখন শেষ পর্যায়ে। ইতিমধ্যে দেশের ১৭টি কোম্পানি এখানে শতাধিক একর জায়গা বরাদ্দ নিয়েছে।

ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন জানিয়েছেন, ৪শটি ছোট-বড় কারখানা উপযোগী এ অর্থনৈতিক অঞ্চলে আগামী বছরের শুরুতে ভারী সব কারখানা স্থাপন শুরু হলে পাঁচ লাখ মানুষের কর্মের সুযোগ হবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.