শুক্রবার | ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নিউটাউনে আবারো টাকার পাহাড়ের সন্ধান

নিউটাউনে আবারো টাকার পাহাড়ের সন্ধান

প্রবাহ ডেস্ক: কলকাতার নিউটাউনে টাকার পাহাড়ের খোঁজ মিলেছে। পুলিশি হানায় একটি ভুয়া কল সেন্টার থেকে ৩ কোটি ৯৬ লাখ ৬০ হাজার রুপি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুজরাট ও দিল্লির ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ঐ ভুয়া কল সেন্টার থেকে কোটি কোটি টাকার পাশাপাশি পাওয়া গেছে ১১টি ঘড়ি, ৬টি বিলাসবহুল গাড়ি, কয়েকশ’ কম্পিউটার, ল্যাপটপ, একটি টাকা গোনার মেশিন ও দুটো সোনার আংটি।

পুলিশ সূত্রে, নিউটাউনের ঐ কল সেন্টারের জালিয়াত চক্র ভিন্ন রাজ্যেও ছড়িয়ে রয়েছে। বিধাননগর পুলিশের তরফে জানা গেছে, কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন লোককে ফোন করে ঋণ নেয়ার প্রলোভন দিত অভিযুক্তরা। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও লেনদেন চলত বলে দাবি করেছে পুলিশ। এ সংক্রান্ত বেশকিছু তথ্যপ্রমাণ তাদের হাতে এসেছে।

বুধবার গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের একটি দল নিউটাউনের ঐ ভুয়া কল সেন্টারে হানা দেয়। এরপর তল্লাশি চালাতেই বেরিয়ে আসে প্রায় চার কোটি রুপি, কম্পিউটার, ইলেকট্রনিক সামগ্রী।

এ ঘটনায় আগেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। এদিন আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে ঐ চক্রের খোঁজ করবে পুলিশ।

জানা গেছে, চলতি মাসের ৪ মার্চ প্রথমবার ঘটনার তদন্তে নামে পুলিশ। পাকড়াও করা হয় চার ভিন্ন রাজ্যের বাসিন্দাদের। তারা গুজরাট ও দিল্লির বাসিন্দা। সেই সময় তাদের কাছ ১৩ লাখ টাকা উদ্ধার হয়েছিল।

সেই তদন্ত সূত্রেই গত ৬ ফেব্রুয়ারি লিলুয়াতে হানা দেয় পুলিশ। সেখানে আরও দুই ভাই গৌরব সোনি এবং সৌরভ সোনিকে গ্রেপ্তার করা হয়। ঐ দুজনের কাছ থেকে মোট ৬টি বিলাসবহুল গাড়ির সন্ধান পায় পুলিশ।

শুধু এ কল সেন্টারই নয়, নিউটাউন এলাকায় এমন প্রায় ৮টি কল সেন্টারের হদিশ মিলেছে। সবমিলিয়ে পুলিশ প্রায় ৪০০ কম্পিউটার বাজেয়াপ্ত করেছে।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.