প্রবাহ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে গোয়েন্দা পুলিশকে (ডিবি) তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার সংগঠন।
বুধবার (৮ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানান যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া।
তিনি যুগান্তরকে বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারাবন্দি দিবস উপলক্ষ্যে বিএনপির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্না। সেখান থেকে শেষে বাসায় ফেরার সময় তাকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়।