বুধবার | ২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
১০০ বছর চার্জ ছাড়াই চলবে! চীন আবিষ্কার করলো নিউক্লিয়ার ব্যাটারি! আসিয়ান-জিসিসি-চীন সম্মেলন: গ্লোবাল সাউথের নতুন শক্তির জোট বাড়ির ব্যালকনিতেই ফলবে টমেটো, বেগুন, লঙ্কা! ‘কিচেন গার্ডেনিং’ করার সময় মাথায় রাখবেন কোন কোন বিষয়? শাকিবের তাণ্ডবে আফরান নিশো নয়, থাকছেন সিয়াম টাকে চুল গজাবে? টানটান হবে মুখ! রূপটানের দুনিয়ায় নতুন রাজা ‘পিআরপি’ তে কত খরচ? কীভাবে হয়? কী বলছেন চর্ম-চিকিৎসক? মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় ঈদুল আজহার তারিখ ঘোষণা সকালে না রাতে? খাবার খাওয়ার আগে না পরে? কখন মাপবেন রক্তচাপ? গরমে জল ঠান্ডা রাখতে মাটির কলসি, জগ ব্যবহার করছেন? সেগুলি ৫ কৌশলে পরিষ্কার করলেই থাকবেন রোগমুক্ত সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাবে ১৭২ জনের প্রাণহানি বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু কাল, দেখবেন যেখানে
ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো ‘ফিশ ফ্রাই’

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো ‘ফিশ ফ্রাই’

প্রবাহ ডেস্ক: মাছে-ভাতে বাঙালির খাবারে নতুনত্ব যোগ হয়েই চলছে। মাছ নানাভাবে খেতে অভ্যস্ত হয়ে উঠছে মানুষ। বিশেষ করে জনপ্রিয়তা পেয়েছে রেস্টুরেন্টের ফিশ ফ্রাই। এবার বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন। রইল রেসিপি।

উপকরণ : ভেটকি মাছ ফিলে-দুই পিস, পাতি লেবুর রস- পরিমাণমতো, ধনিয়াপাতা বাটা- এক চামচ, আদা ও রসুন বাটা- এক চামচ, মরিচ বাটা-আধা চামচ, গোলমরিচের গুঁড়া-সামান্য পরিমাণ, লবণ-স্বাদমতো, কাঁচা ডিম- একটা, কর্নফ্লাওয়ার- এক চামচ, বিস্কুটের গুঁড়া-পরিমাণমতো
ভাজার জন্য-তেল।

প্রণালী : মাছের ফিলেগুলো ভালো করে ধুয়ে নিন। এবার পাতিলেবুর রস, নুন এবং গোলমরিচ মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট পর্যন্ত। এরপর সব বাটা মশলা ভালো করে মিশিয়ে দিন ঐ ফিলে দুইটির মধ্যে। এইভাবে ম্যারিনেট করে রেখে দিন অন্তত দুই ঘণ্টা পর্যন্ত। একটা বাটিতে কাঁচা ডিম ফেটিয়ে নিন। তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিন। আবারো ভালো করে ফেটিয়ে নিন। দেখবেন ডিমের মধ্যে যেন কোনো দলাপাকানো না থাকে। ম্যারিনেট করা ঐ মাছের ফিলেগুলো ডিম ও কর্নফ্লাওয়ারের গোলায় ডিপ করে তুলে নিন। আগে থেকে বিস্কুটের গুঁড়া রেখে দিন একটা বড় পাত্রে। মাছের ফিলেটা বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিন। এই ভাবে দুপিঠ কোটিং করে নিন। টাইট করে কোড করবেন যাতে কড়াইতে দিলে খুলে যেন না যায়। কড়াইতে তেল ভালো করে গরম করে নিন। এবার তাতে ফিলেগুলো ভেজে নিন। সোনালি না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। এবার কাসুন্দি, গ্রিন চাটনি অথবা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.