বুধবার | ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাজশাহীতে নারী ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে তিন দিনব্যাপী জুলাই ভিত্তিক ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শুরু রাবিতে জুলাই ’২৪ স্মৃতি চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে গৃহবধূ হত্যা মামলার শ্বাশুড়ি গ্রেপ্তার আ.লীগ জাতীয় পার্টিকে সার্কাস পার্টিতে পরিণত করেছিল : জি এম কাদের রাত ১টার মধ্যে নয় অঞ্চলে ঝড়ের আভাস জুলাইয়েই ক্রেস্ট, সার্টিফিকেট আর নগদ পুরস্কার পাচ্ছেন সেরা শিক্ষার্থীরা দেশি কোচদের সঙ্গে বৈঠক করলেন বিসিবি সভাপতি শুল্কনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা উৎসাহব্যঞ্জক : বাণিজ্য উপদেষ্টা
কটাক্ষের শিকার মিমি

কটাক্ষের শিকার মিমি

প্রবাহ ডেস্ক : টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই মুহূর্তে তিনি ব্যস্ত আসন্ন ছবির শুটিং শুরুর আগে শরীরচর্চায়। ব্রা-শর্টসে ওয়ার্কআউটের ছবি দিতেই হতে হলো ট্রোলের শিকার। প্যারিসে লম্বা ছুটি কাটিয়ে এসে কাজে ফিরেছেন মিমি চক্রবর্তী।

দুই দিন আগেই আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন ছবির ঘোষণা সেরেছেন। মাঝে এক মিউজিক ফেস্টিভ্যালে যোগ দিতে ভারতের রাজস্থান ছুটে গিয়েছিলেন। রোববারই বাড়ি ফিরেছেন। ঘরে এসে সোজা ফিটনেসে মন অভিনেত্রীর। গত কয়েক সপ্তাহ ধরেই জমিয়ে চলেছে পেটপূজা। বেশ কিছুদিন নায়িকাসুলভ কড়া অনুশাসন থেকে দূরে ছিলেন মিমি। তবে এবার সব ভুলে পারফেক্ট শেপে ফেরার পালা।

এদিন নিজের ওয়ার্কআউটের একটি ঝলক ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মিমি। সেখানে দেখা গেল হালকা আকাশি স্পোর্টস ব্রা আর শর্টসে শীর্ষাসন করছেন যাদবপুরের এই সংসদ সদস্য। বাড়িতেই শরীরচর্চায় ব্যস্ত নায়িকা। মিমিকে দেখে মুগ্ধ অনুরাগীরা, তবে এই ছবির জেরে নেটমাধ্যমে কটাক্ষের শিকার হলেন নায়িকা।

ছবির ক্যাপশনে মিমি লিখেছেন, ‘কারেন্ট মুড’। অর্থাৎ বোঝাই যাচ্ছে শরীরচর্চার মুডে রয়েছেন অভিনেত্রী। ছবির কমেন্ট বক্সে মিমির ঘনিষ্ঠ বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায় লেখেন, ‘আমি ফোনটা উলটো করে ধরেছিলাম মাত্র’। ফ্যানেরা এই ছবি দেখে মিমিকে বাহবা জানিয়ে লেখেন, ‘সপ্তাহের শুরুতেই শরীরচর্চা, অনুপ্রাণিত করলে’।

তবে ট্রোলাররা ছেড়ে কথা বলার নয়, একজন লেখেন- ‌‘এ তো পুরো টলিউডের মালাইকা আরোরা।’ কেউ আবার নায়িকার দিকে যৌন ইঙ্গিতবাহী মন্তব্য ছুড়ে দেন। অনেকে তাকে শালীনতার পাঠ পড়ানোর চেষ্টা করেন। সংসদ সদস্য হয়ে এমন বেশে ছবি পোস্ট করে খারাপ বার্তা দিচ্ছেন মিমি, এমন কথাও ভেসে এল।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.