নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে চার্জার ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পবা উপজেলার কাটাখালি থানার মোসলেমের মোড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহরা হলেন, ভ্যানচালক রাহাত আলী (৪৫) ও যাত্রী রিনা বেগম (৫০)। এদের মধ্যে রিনা বেগম বাঘার আড়ানী গ্রামের বাসিন্দা ও রাহাত আলী পবার পারিলা গ্রামের বাসিন্দা।
প্রতক্ষদর্শিরা জানান, মহাসড়ক দিয়ে যাত্রীবাহী চার্জার ভ্যানে করে যাওয়ার সময় একটি অটোরিকশা মহাসড়কে উঠার সময় মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তারা। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সড়ক দুর্ঘটনায় স্থানীয়রা উদ্ধার তাদের করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটো রিক্সা চালক পলাতক রয়েছেন।
অন্যদিকে, অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ। মৃতদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান, কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।