নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জেলা যুবলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) নগরীর লক্ষ্মীপুরে দলীয় কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মাইকযোগে বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার, সকাল ১০টার দিকে লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধার্ঘ অর্পণসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আযম সেন্টু, সহসভাপতি আলমগীর মুর্শেদ রঞ্জু ও মোজাহিদ হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, মাসুম আল রশিদ ও সেজানুর রহমান, প্রচার সম্পাদক রফিকুজ্জামান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গোলাম মুর্শেদ মুছা, উপ-প্রচার সম্পাদক শাহাদৎ হোসেন পিন্টু, উপ-দপ্তর সম্পাদক নয়ন আকতার, সদস্য মাসুদ রানা পিন্টু প্রমুখ।