শুক্রবার | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান: বিএনাপ মিলন রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত: বেবিচক চেয়ারম্যান শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেছে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ৬০ হাজার মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৮ টন সরঞ্জাম আগুনে পুড়েছে
নাটোরে ৫০ কেজি গাঁজা জব্দ চালক ও হেলপার গ্রেপ্তার

নাটোরে ৫০ কেজি গাঁজা জব্দ চালক ও হেলপার গ্রেপ্তার

প্রবাহ ডেস্ক: নাটোরে ট্রাকে করে মাদক বহনের সময় মাদকসহ ট্রাকের চালক রফিকুল হাওলাদার (২৪) ও হেলপার ইয়াছিন কবির নিরবকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় ওই ট্রাকসহ ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে বড় হরিশপুর বাইপাস সড়কের রামাইগাছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় যানবাহনে তল্লাশীর সময় এসব মাদক উদ্ধারসহ ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চালক রফিকুল হাওলাদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পুর্ব ভান্ডারিয়া গ্রামের মৃত রজ্জব আলী হালদারের ছেলে এবং হেলপার ইয়াছিন কবির নিরব যশোরের চৌগাছা উপজেলার কান্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পাণী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মঙ্গলবার ভোর রাত সাড়ে ৫টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়হরিশপুর বাইপাস সড়কের রামাইগাছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশী অভিযান চালানো হয়।

তল্লাশীর সময় ট্রাকের পিছনে বডিতে প্লাটফর্মের উপর গার্মেন্টস ঝুটের ভিতর অভিনব কায়দায় লুকানো প্রায় ১৫ লাখ টাকা মূল্যের দুইটি বস্তা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় ট্রাক চালক রফিকুল হাওলাদার (২৪) ও হেলপার ইয়াছিন কবির নিরবকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকতা আরও জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছিল। এ ঘটনায় সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.