নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল ও শেখ রাসেল মডেল স্কুলের শিক্ষার্থী বহনকারী বাস ও অন্যান্য যানবাহন সকাল ৮:৩০ মিনিট থেকে ক্যাম্পাসে প্রবেশ করে। এসময় কাজলা গেটে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। এই যানজট এড়ানোর জন্য আগামীকাল থেকে স্কুল খোলা থাকার দিনগুলিতে প্রতিদিন সকাল ৮:৩০ মিনিট থেকে ৯:৩০ মিনিট পর্যন্ত সকল যানবাহন কাজলা গেট দিয়ে শুধু প্রবেশ করবে এবং মেইন গেট দিয়ে বেরিয়ে যাবে। সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশনা মেনে চলার জন্য কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে।